নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে মহারাষ্ট্রের নাগপুর জেলায় একটি কারখানায় আগুন লেগে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও তিনজন এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন।
এদিন সকাল ১১ টা নাগাদ এমআইডিসি এলাকার সোনেগাঁও নিপানি গ্রাম পঞ্চায়েতে কাটারিয়া অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের কারখানায় আগুন লাগে। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে নেমে পড়ে। যদিও তিনজন শ্রমিককে বাঁচানো যায়নি। অগ্নিদগ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক

মতামত দিন