নিজস্ব সংবাদদাতা: পরীক্ষার পর ৯ বছর হয়ে গেল। এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলো না। নিয়োগের দাবিতে বুধবার উচ্চ প্রাথমিকের প্রার্থীরা বিধাননগরে এসএসসি অফিসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ ও প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। প্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিধাননগরের তিন থানায় ১০০ বেশি চাকরি প্রার্থীদের আটক করে নিয়ে যায় পুলিশ।
এদিন বিধাননগর সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে পৌঁছানো মাত্রই চাকরি প্রার্থীদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা এড়িয়ে চাকরি প্রার্থীরা এগতে গেলে পুলিশ ধরপাকড় শুরু করে। চাকরি প্রার্থীদের দাবি, গত ৯ বছর ধরে উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। দু’বার ইন্টারভিউ দিয়েও চাকরির জন্য ডাক মেলেনি। কমিশন কেন এখনও পর্যন্ত স্বচ্ছ নিয়োগ করতে পারল না?
কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও এসএসসি নিয়োগের কোনও উদ্যোগ নিচ্ছে না। তার জবাব চাইতে এসএসসি ভবনে গিয়ে এগতে গেলে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।
চাকরিপ্রার্থীদের সঙ্গে ফের ধস্তাধস্তি পুলিশের

মতামত দিন