নিজস্ব সংবাদদাতা: বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে ব্যাঙ্ক, বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে, রেগা সহ সমস্ত সামাজিক প্রকল্পের সুফল প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানোর দাবিসহ আট দফা দাবিতে বৃহস্পতিবার হাওড়া ময়দানে ফ্লাইওভারের নীচে সমাবেশ হলো। উদ্যোক্তা শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত আন্দোলন কমিটি ১২ই জুলাই কমিটির হাওড়া জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন বিজন মান্না ও ওমপ্রকাশ পান্ডে। সঞ্জয় দাস, বাবুল দেব রায়সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১২ই জুলাই কমিটির আহ্বানে বৃহস্পতিবার আলিপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়।
নিয়োগের দাবিতে বিক্ষোভ

মতামত দিন