নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মচারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অপমানজনক বক্তব্যের প্রতিবাদে ও অবিলম্বে রাজ্যের পৌরকর্মীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান সহ অন্যান্য দাবিতে বিরাট মিছিল করল পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনে একত্রিত হন সারা রাজ্যের পৌরকর্মীরা। সেখান থেকে শহীদ মিনারে ডিএ’র প্রতিবাদে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধরনা মঞ্চ পর্যন্ত মিছিল করেন তাঁরা।
উল্লেখ্য, এদিনই ৭০ দিনে পা দিয়েছেন শহীদ মিনারের ধরনা মঞ্চের আন্দোলনকারীরা।প্রসঙ্গত, বকেয়া মহার্ঘভাতা প্রদান, অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ সহ অন্যান্য ন্যায্য দাবিতে লড়াই করছেন পশ্চিমবঙ্গের পৌরকর্মীরা। কিন্তু প্রশাসন কোনোভাবেই তাতে কর্ণপাত করছে না। কর্মচারীদের সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া তো দূর, উল্টে তাঁদের মর্যাদাসম্পন্ন মানুষ বলেই মানতে রাজি নন মুখ্যমন্ত্রী। প্রতিবাদীদের কখনো কুকুর- বেড়াল’ তো কখনো ‘চোর-ডাকাত’ বলে সম্বোধন করছেন তিনি।
দীর্ঘদিনের বঞ্চনার ওপর এই ধরনের অপমানজনক মন্তব্যের মাধ্যমে করা পরিহাসের কারণে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন পৌরকর্মী সহ সকল সরকারি কর্মচারীরাই। সেই কথাই মানুষের সামনে তুলে ধরতে এদিনের মিছিলের আয়োজন করেন তাঁরা।
বকেয়া ডিএ’র দাবিতে বিশাল মিছিল পৌরকর্মীদের যৌথ মঞ্চের

মতামত দিন