নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ সাত বছর শিক্ষক নিয়োগের জন্য নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। নতুন শিক্ষক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযান করেন বিএড উত্তীর্ণ ছেলেমেয়েরা। এদিন করুণাময়ীতে তাঁরা জড়ো হতেই পুলিশ তাঁদের আটক করে। পুলিশের বাধা টপকে এগতে গেলে বিএড উত্তীর্ণ ছেলেমেয়েদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ ২২ জনকে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিধাননগর থানায় নিয়ে যায়। তবে রাতে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আন্দোলনকারী বিএড উত্তীর্ণ ছেলেমেয়েদের বক্তব্য, দীর্ঘ সাত বছর এসএসসি কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের নতুন কোনও বিজ্ঞপ্তি দেয়নি। এর জন্য রাজ্যের প্রায় ১০ লক্ষ বিএড উত্তীর্ণ ছেলেমেয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাননি। বিএড এমন এক ডিগ্রি, যার সূত্রে শিক্ষক নিয়োগ ছাড়া অন্য কোনও পরীক্ষায় বসার সুযোগ থাকে না। রাজ্যে সরকারি বিএড কলেজের সংখ্যা নামমাত্র। সিংহভাগ কলেজ বেসরকারি। ফলে সেখানে কয়েক হাজার টাকা খরচ করে বিএড ডিগ্রি পেতে হয়েছে। সেই ডিগ্রিকে কাজে লাগানোর সুযোগ দেবে না সরকার? নতুন করে যদি প্রাথমিকের টেট হতে পারে, তাহলে এসএসসি কেন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে না?
বিএড উত্তীর্ণদের আটকালো পুলিশ, তুলল প্রিজন ভ্যানে

মতামত দিন