নিজস্ব প্রতিনিধি: সোমবার বসিরহাটে কাজের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। আন্দোলনকারীদের দাবি সমস্ত গরিব মানুষকে খাদ্য সুরক্ষার রেশন কার্ড দেওয়া, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পরিশোধ করা এবং পুনরায় কাজ চালু করা, ৬০ বছরের ঊর্দ্ধে সমস্ত গরিব মানুষকে কমপক্ষে মাসিক ৬০০০ টাকা ভাতা এবং অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়। এই দাবিগুলি নিয়ে সিপি(আই)এম সন্দেশখালি-১ এরিয়া কমিটির উদ্যোগে সোমবার গণডেপুটেশন দেওয়া হয়।
উল্লেখ্য, কর্পোরেট পুঁজির স্বার্থে নির্লজ্জভাবে ১০০ দিনের বরাদ্দ কমিয়েছে সরকার। কাজের দাবিতে তাই সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। বিক্ষোভ থেকে ১০০ দিনের কাজের দাবি জানানো হল। ১০০ দিনের কাজ স্বচ্ছভাবে বণ্টন হলে শ্রমিকদের আর ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন পড়বে না বলেও জানান বিক্ষোভকারীরা।
বসিরহাটে কাজের দাবিতে বিক্ষোভ

মতামত দিন