নিজস্ব সংবাদদাতা: এক মাসের মধ্যে ফের মেদিনীপুর মেডিক্যা লে কর্মরত প্রায় ১০০ অস্থায়ী সাফাই কর্মীকে ছাঁটাই করা হলো। মে দিবসের দিনই রাতে ছাঁটাইয়ের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। মাত্র দৈনিক একশো টাকার মজুরিতে মেদিনীপুর মেডিক্যালে এই কর্মীদের কাজ করানো হতো। কেউ ৫ বছর, কেউ ১০- ১৫ বছর ধরে কাজের সঙ্গে যুক্ত।
ছাঁটাই হওয়া কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতাদের চাপে আমাদের কর্মচ্যুত করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি, কাটমানির বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করা হবে। আমরা ওসব মানব না। আমাদের কাজে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে আমরা আজ হাসপাতালের সুপারের দপ্তর এবং জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ করছি। মেদিনীপুর শহর ও শহর লাগোয়া হরিজন পল্লির পরিবারগুলির মহিলা, পুরুষরা প্রতিদিনই হাসপাতাল চত্বর, মেডিক্যাল কলেজ ক্যাম্পাস সহ রাস্তা ঘাট, পয়ঃপ্রণালী সাফাইয়ের কাজ করেন।
গত ১ এপ্রিলও এইভাবে নোটিস ঝুলিয়ে ৭৫জন কর্মীকে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে সিআইটিইউ তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁদের কাজে বহাল রাখার দাবি জানায়। অবশেষে জেলা শাসকের হস্তক্ষেপে সেই নোটিস প্রত্যাহার করা হয়। এদিকে, জানা গেছে তৃণমূলের শ্রমিক সংগঠন তাদের তালিকা মতো কর্মী ঢোকানোর জন্য ঠিকাদারকে চাপ দেয়। সেই মতো কাটমানি নিয়ে নতুন সাফাই কর্মী ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে।
মেদিনীপুর মেডিক্যালে ১০০ অস্থায়ী কর্মী ছাঁটাই

মতামত দিন