আন্তর্জাতিক শ্রমিক দিবসেই আশঙ্কার রিপোর্ট প্রকাশ করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আগামী পাঁচ বছরে চাকরি পাওয়ার তুলনায় কাজ হারানোর সংখ্যা অনেক বাড়বে, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার রিপোর্টে। তার অন্যতম প্রধান কারণ হল এআইয়ের মতো প্রযুক্তির উত্থান। যান্ত্রিক প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ার ফলেই মানুষকে নিয়োগের প্রবণতা কমবে বলেই দাবি রিপোর্টে।
বিশ্বজুড়ে মোট ৮০৩টি সংস্থার উপর সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। এই একই সময়ের মধ্যে ৮ কোটি ৩০ লক্ষ চাকরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ, চাকরির সংখ্যা ২৩ শতাংশ কমে যাবে। কারণ মানুষের কাজগুলি যন্ত্রই করে দিতে পারবে।
সূত্র- সংবাদ প্রতিদিন
৫ বছরে কমবে ২২% চাকরি! শ্রমিক দিবসে আশঙ্কার রিপোর্ট

মতামত দিন