একটি ট্যুইটে রবিবার রাহুল গান্ধি বেকারত্বের প্রশ্নে মোদি সরকারকে ফের আক্রমন করেন। তাঁর বক্তব্য, দেশে ১০০ জন যুবক-যুবতীর মধ্যে ৪২ জন বেকার। রাহুল একটি ট্যুইটার বার্তায় লেখেন, “বেকারত্বের ফলে দেশের তরুণ-তরুণীরা অত্যন্ত দুর্দশায় রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী দেশে বেকারত্বের হার ৪২ শতাংশ যা কিনা ৪৫ বছরের মধ্যে রেকর্ড মাত্রায় পৌঁছেছে”।
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি তাঁর ট্যুইটে আরো লিখেছেন, দেশের যুব সম্প্রদায়ের চোখে জল এবং পায়ে ফোস্কা পড়েছে। কিন্তু বেকার যুব সম্প্রদায় যতক্ষণ না পর্যন্ত তাঁদের চাকরির অধিকার সুনিশ্চিত করছেন ততক্ষণ তাঁরা থামবেন না।
উল্লেখ্য, এই মুহূর্তে রাহুল গান্ধির অবস্থান রাজস্থানের বুন্দিতে। ভারত জোড়ো যাত্রা উপলক্ষ্যে হাঁটছেন। এর মধ্যে এই ভারত জোড়ো যাত্রার বিভিন্ন জনসভা থেকেও বেকারত্ব ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি।
সূত্র- এ এন আই
বেকারত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল গান্ধি

মতামত দিন