নিজস্ব সংবাদদাতা: চুক্তিভিত্তিক মালিদের বকেয়া মজুরি দেওয়া নিয়ে টালবাহানা চালিয়েই যাচ্ছে তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মজুরি পাচ্ছেন না কলকাতা কর্পোরেশনের ৩০০ জন চুক্তিভিত্তিক মালি। বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোনও সাড়া পাননি তাঁরা। অবশেষে গত ২৭ মার্চ মিছিল করে কর্পোরেশনের ডিজি’র ঘরের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।
সেই চাপেই মালিদের সঙ্গে আলোচনা করতে বাধ্য হন কর্পোরেশনের আধিকারিকরা। সেখানে স্বয়ং ডিজি তাঁদের প্রতিশ্রুতি দেন যে, অতি দ্রুত মালিদের বকেয়া মজুরির মধ্যে অন্তত দু’মাসের টাকা দেওয়ার বন্দোবস্ত করবে কলকাতা কর্পোরেশন। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়া চালু করা হবে। এই কাজের জন্য ৪-৫ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন ডিজি। কিন্তু তারপরেও প্রায় এক সপ্তাহ হতে চলল, মেলেনি বকেয়া মজুরির কানাকড়িও। এমনই জানিয়েছেন কর্পোরেশনের এক চুক্তিভিত্তিক মালি।
তিন মাস ধরে মজুরি নেই কলকাতার মালিদের

মতামত দিন