নিজস্ব সংবাদদাতা: গত ৫ বছরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর চাকরি ছেড়েছেন ৫০ হাজারের বেশি জওয়ান। সংসদীয় স্থায়ী কমিটিকে এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার মধ্যে সবচেয়ে বেশি জওয়ান চাকরি ছেড়েছেন ২০২২ সালে। ১১ হাজারের বেশি জওয়ান কেন্দ্রীয় বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন গত বছর। রাজ্যসভায় পেশ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ সংক্রান্ত রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সময়ে ৬৫৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন। আত্মহত্যার নিরিখে শীর্ষে রয়েছে সিআরপিএফ জওয়ানেরা, দ্বিতীয় স্থানে আছে বিএসএফ এবং তারপর রয়েছে সশস্ত্র সীমা বল।
আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম দেখা গেছে এনএসজি কমান্ডোদের মধ্যে। রিপোর্ট জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ৫০,১৫৫ জন জওয়ান চাকরি ছেড়ে দিয়েছেন। এই সময়ের মধ্যে আসাম রাইফেলসের জওয়ানদের চাকরি ছাড়ার সংখ্যা ১২৩ থেকে বেড়ে হয়েছে ৫৩৭, সিআইএসএফ জওয়ানদের ক্ষেত্রে চাকরি ছাড়ার সংখ্যা ৯৬৬ থেকে বেড়ে হয়েছে ১,৭০৬। তবে সশস্ত্র সীমা বলে চাকরি ছাড়া জওয়ানদের সংখ্যা ৫৫৩ থেকে কমে হয়েছে ১২১।
৫ বছরে চাকরি ছেড়েছেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ৫০,০০০ জওয়ান

মতামত দিন