ভিন্রাজ্যের ঠিকাদারদের শ্রমিক সরবরাহের নামে বিপুল টাকার জালিয়াতির অভিযোগে ৬ যুবককে পাকড়াও করল তমলুক থানার পুলিশ। ‘হ্যালো পার্টি’র সদস্য বলে পরিচিত ধৃতেরা সকলেই তমলুকের অনন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের চকশ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে ৫টি মোটর বাইক ও ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতদের তমলুক আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই দলের সদস্যেরা মূলত ভিন্রাজ্যে শ্রমিক সরবরাহের নামে চক্র চালাতেন। ফোনে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিক যোগানের নামে তাঁদের কাছে নানা কায়দায় টাকা আদায় করতেন। কখনও ট্রেনের টিকিটের দাম, কখনও শ্রমিকদের চিকিৎসার নামে, কখনও আবার অগ্রিম টাকা দাবি করে টাকা তুলতেন তাঁরা। অভিযোগ, পুলিশের নজর থেকে বাঁচতে ভিন্রাজ্যের সিম কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন দুষ্কৃতীরা।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
ভিন্রাজ্যে শ্রমিক সরবরাহের নামে জালিয়াতি!

মতামত দিন