কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে ১০২ অ্যাম্বুলেন্সের দপ্তরে ডেপুটেশন দিল সিআইটিইউ। সোমবার ১০২ অ্যাম্বুলেন্সের কর্মীদের নিয়ে গঠিত সিআইটিইউ অনুমোদিত ইউনিয়নের পক্ষ থেকে নিউটাউনের দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। কোভিডের সময় ১০২ অ্যাম্বুলেন্সের কর্মীদের হাড়ভাঙা খাটুনির কথা সকলেরই মনে আছে। সম্প্রতি কালিয়াগঞ্জের এক বাবা তার সন্তানকে ব্যাগে ভরে আনার ঘটনাতেও ১০২ অ্যাম্বুলেন্সের প্রসঙ্গ উঠে এসেছে।
এদিন নেতৃবৃন্দ জানান, গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যেই এই ১০২ অ্যাম্বুলেন্সের চালক এবং সহায়করা সবচেয়ে কম মাইনে পান। হাড়ভাঙ্গা খাটুনির পর মাইনে মাত্র ১১ হাজার টাকা। তারপরও যখন তখন নানান অছিলায় বিভিন্ন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। ডিউটি রোস্টারেও আছে নানান অসঙ্গতি। আমাদের রাজ্যে এই কাজে যুক্ত হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং নেওয়ার জন্য দিতে হয় ১৫ হাজার টাকা। অথচ অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাজ্য সরকারই। যারা প্রশিক্ষণ নেন, তাদের এক পয়সাও দিতে হয় না। এই সংক্রান্ত আরও অনেক দারি নিয়ে ১০২ অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের সাথে আমরা দেখা করেছি নিউটাউনের অফিসে। দাবি না মিটলে পরবর্তীতে আবার হবে ডেপুটেশন, চালক ও সহায়কদের সঙ্গে নিয়ে।
অ্যাম্বুলেন্স কর্মীদের ডেপুটেশন

মতামত দিন