চলতি বছরে ভারতীয় সংস্থাগুলি সাম্প্রতিক সময়ে প্রায় ৬৫ শতাংশ গিগ কর্মী নিয়োগ করছে। ২০২০ আর্থিক বছরে এই গিগ কর্মী নিয়োগের হার ছিল শতকরা ৫৭ শতাংশ। ন্যাসকমের সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
ন্যাসকমের সভাপতি দেবযানী ঘোষ বলেন যে, ” ভবিষ্যত কর্মচারীদের প্রকৃতপক্ষে একটি মিশ্র মডেলে পরিচালিত হবে যেখানে গিগ অর্থনীতি কর্মসংস্থান সৃষ্টিকে এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে”। যদিও দেবযানীর এই বক্তব্য নেহাতই নয়া উদার অর্থনীতির দৃষ্টিকোণ থেকে পেশ করা বলেই মনে করছে ওয়াকাবিহলা মহল, এই ধরনের বক্তব্য দেশের স্থায়ী কর্মসংস্থানের পরিপন্থী বলেও মনে করছেন একাংশের অর্থনীতিবিদ।
সূত্র- বিসনেস স্ট্যান্ডার্ড
ভারতীয় সংস্থাগুলি সাম্প্রতিক সময়ে প্রচুর গিগকর্মী নিয়োগ করছে

মতামত দিন