নিজস্ব সংবাদদাতা: আট হাজারের ওপর স্কুল উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হওয়ার মুখে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। পাশাপাশি বেকারত্বের বাজারে কাজ হারাবেন বহু শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
ছাত্র-ছাত্রীদের সংখ্যা ৩০ জনের কম হওয়া বিদ্যালয়ের সংখ্যা ৮ হাজার ২০৭। যার মধ্যে সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭১০টি। শুধু তাই নয়, রাজ্যের ১ হাজার ৪৯৬টি বিদ্যালয়েরও এই একই অবস্থা।
আট হাজারের ওপর বিদ্যালয়ে বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে মোট শিক্ষক পদে কর্মরত রয়েছেন ১৯ হাজার ৮০২ জন। শিক্ষাকর্মী রয়েছেন ৭৩৩ জন। তাঁদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
শিক্ষা দফতর জানিয়েছে, প্রায় ২০ হাজার কর্মচারীকে অন্য বিদ্যালয়ে স্থানান্তর করা হবে। তবে ভাবার বিষয় এই যে, এর ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় এই পদ চিরকালের জন্য অবলুপ্ত হতে চলেছে।
পশ্চিমবঙ্গে বন্ধ হতে পারে ৮০০০-এরও বেশি স্কুল

মতামত দিন