কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বেকারত্ব বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন। বিজয়ন বলেন যে দেশের নব্বই কোটি মানুষ বেকার। সরকার নিয়োগ করছে না। দশ লক্ষ পদ খালি পড়ে আছে। কেন্দ্রের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেরালার সিভিল সার্ভিস সেক্টরের সমালোচনা করেন।
বিজয়ন আরও বলেন যে দেশের মধ্যে এখনও কেরালায় দুর্নীতি অনেক কম। অন্যান্য রাজ্যের মতো নয়। এখনও কেরালা পারে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে। সাধারণ জনগণের স্বার্থে সরকারের বিষয়গুলি নিয়ে আলোচনা করা উচিত। কেরালাতে কর্পোরেটদের সংখ্যা বেড়ে চলেছে। দেশের অবস্থা ভয়াবহ। আগের কংগ্রেস ও বর্তমানে বিজেপি সরকারের কাছে গরিবদের কোনও স্থান নেই। সরকার শুধুমাত্র কর্পোরেটদের সুবিধা দেখছে। কেন্দ্র বিকল্প ব্যবস্থা নিতে পারছে না।
সূত্র: মাথরুভুমি
বেকারত্ব নিয়ে উদাসীন কেন্দ্র: পিনারাই বিজয়ন

মতামত দিন