মালয়েশিয়ায় কাজে গিয়ে বিপদে পড়েছেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। আর সেই ভিডিয়ো বার্তা শুনেই মুর্শিদাবাদে বসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই তিন পরিযায়ী শ্রমিকের মধ্যে এক শ্রমিকের পিতার। জানা গিয়েছে, মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন মাস আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কাজে গিয়ে বিপদে পড়েন তিন যুবক। সেখানে ‘বন্দি’ অবস্থায় দিন কাটাচ্ছেন ৩ যুবক হাসিরুল শেখ (২৭), লুত্ফার শেখ (৩২) এবং শিফন শেখ (২৫)।
জানা গিয়েছে, মুর্শিদাবাদেরই দুই এজেন্টের পাল্লায় পড়ে ‘জাল’ ভিসা নিয়ে ওই তিন যুবক কুয়ালালামপুর শহরে ঢোকেন। কিন্তু রাস্তায় নামলেই পুলিশ ধরে জেলে নিয়ে যাবে এই ভয়ে, আশঙ্কায় এক বাড়িতে প্রায় ‘বন্দি’ অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রশাসনের কাছে সাহায্য চেয়ে জানিয়েছেন তাঁরা।
সূত্র- এই সময়
ভিনদেশে কাজে গিয়ে বিপদে ছেলে! আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার

মতামত দিন