একদিকে চলছে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ-অনশন। সেখানেই চার বছরের শিশুকে নতুন জীবন দিলেন চিকিৎসকরা। এ খবর খাস কলকাতার। কলকাতা মেডিক্যাল কলেজে গত বুধবার কার্যত অজ্ঞান অবস্থায় ঐ চার বছরের শিশুকে আনা হয়। পরিবার সূত্রে জানা গেছে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় রামিশা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সব রিপোর্টের ভিত্তিতে হাসপাতাল থেকে রামিশাকে কলকাতায় নিয়ে আসার কথা বলা হয়।
শিশুটির মা বলেন, “আমি এসএসকেএম হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাই, তবে সেখান থেকে রেফার করে দেয়া হয় কলকাতা মেডিকেল কলেজে”। সেখানেই শিশুটির অস্ত্রোপাচার সফলভাবে করেন নিউরো বিভাগের চিকিৎসক কাঞ্চন সরকার চক্রবর্তী। বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানান চিকিৎসকরা। নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালানোর পাশাপাশি চিকিৎসা পরিষেবা সচল রেখে রোগীদের সুস্থ করার যে নজির কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা রাখলেন তা এককথায় প্রেরণাদায়ক বলেই মেনে নিচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিক্ষোভের মাঝেই জটিল অস্ত্রোপচার করে শিশুকে সুস্থ করার নজির কলকাতা মেডিক্যাল কলেজে

মতামত দিন