ওমানের বিউটি পার্লারে কাজের সুযোগ করে দেওয়ার জন্য একটি সংস্থাকে সাড়ে ১৩ লক্ষ টাকা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের এক মহিলা। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারেন তিনি যৌন চক্রের ফাঁদের পড়েছেন। দেহ ব্যবসায় নামতে না চাইলে জুটছে মার।
বিপদের ঝুঁকি নিয়ে অন্যের মোবাইল ফোন থেকে গণসংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সমিরুল ইসলামকে ভিডিও এবং অডিও বার্তা পাঠান তিনি। সমিরুল তখন রাজ্য সরকারের দ্বারস্থ হন। রাজ্য সরকারের উদ্যোগে ওমানে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে সেখানে আটকে পড়া মেয়েদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে কলকাতায় ফিরেছেন বাংলার সেই তরুণী।
সূত্র – আনন্দবাজার
কর্মসংস্থানের অজুহাতে যৌন চক্রের প্রতারণা

মতামত দিন