ভাতা বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তাঁরা। দাবি, আবাস যোজনার সমীক্ষায় গিয়ে বারবার শাসকদলের নেতা, কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তার অভাবে আবাস-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন আশাকর্মীরা।
এমনকি, আবাস যোজনার কাজ করিয়ে টাকাও মেলেনি বলে তাঁদের অভিযোগ। ভাতা বৈষম্য না মেটালে পঞ্চায়েত ভোটে ডিউটি বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।
সূত্র- এবিপি আনন্দ
ভাতা বাড়ানো ও অন্যান্য দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

মতামত দিন