নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমেরিকান বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাবট হেল্থ কেয়ার-এ দেশের কর্মরত ফিল্ডকর্মীদের ওপর নেমে এসেছে আক্রমণ ও অবর্ণনীয় অত্যাচার।ফিল্ডকর্মীদের জন্য যে আইনগুলি রয়েছে সেই আইনগুলি কোম্পানিতে কার্যকর করা অনান্য ফিল্ডকর্মীদের একত্রিত করে নায্য পাওনা, আইন অনুযায়ী ছুটি ও সমকাজে সমবেতনের দাবিতে এই সংস্থার কর্মীরা সোচ্চার হয়েছেন। তার জন্য প্রথমে কম বিক্রির অজুহাত দেখিয়ে আসানসোলে কর্মরত ফিল্ডকর্মীদের অনৈতিকভাবে ছাঁটাই ও রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার ও হুগলীর ফিল্ডকর্মীকে দূরান্তে বদলি করে অ্যাবট কর্তৃপক্ষ। এরাজ্যের সঙ্গে সারা দেশের অনান্য রাজ্যেও একই ধরনের আক্রমণ নামিয়ে এনেছে এই কোম্পানি।
এরই প্রতিবাদে শুক্রবার সমস্ত ফিল্ড কর্মী এ দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফিল্ডকর্মীদের সর্বভারতীয় সংগঠন ও রাজ্য সংগঠনের ডাকে রাজ্যব্যাপী ২৫০ জন ফিল্ডকর্মী গণছুটি নিয়ে বিধাননগর সেক্টর ৫ কলকাতার জোনাল অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন।
বহুজাতিক ওষুধ সংস্থার সামনে বিক্ষোভ কর্মীদের

মতামত দিন