ফের বন্ধের নোটিস ডুয়ার্সের চা বাগানে। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক। ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ঘটনা। এই নিয়ে গত চার বছরে তিনবার বন্ধ হলো এই চা বাগান। খবর পেয়ে চা বাগানে আসেন তৃণমূলের শ্রমিক সংগঠন জেলা সভাপতি রাজেশ লাকড়া। তিনি বলেন, বাগান খোলার জন্য শ্রমিকদের সঙ্গে লাগাতার আন্দোলনে নামা হবে। শ্রমিকদের জন্য যা করার দরকার তাই করবে সংগঠন।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাগানে সমস্যা চলছিল। বাগান ঠিকমতো পরিচর্যা করা হচ্ছিল না। প্রতিদিনের মতোই শনিবারও বাগানে কাজে যোগ দিবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু শনিবার বাগান থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন সেখানে কেউ নেই। স্বাভাবিকভাবে শ্রমিকরা বুঝতে পারেন চা বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ।
সূত্র- সিএন নিউজ
ফের বন্ধ ডুয়ার্সের চা বাগান, কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক

মতামত দিন