আমাদের কথা

গোটা দেশে বেকারত্ব আজ চরম আকার নিয়েছে৷ একদিকে উদার অর্থনীতির পথে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ক্রমাগত বিলগ্নিকরণ হয়ে চলেছে, অন্যদিকে কর্পোরেট পরিকাঠামো ক্রমাগত কর্মী ও শ্রমিকের অধিকারের পরিপন্থী অবস্থানে চলে গেছে৷ পেশাগত সুরক্ষা, চাকরির নিশ্চয়তা, শ্রমের শ্রমান অর্থনৈতিক প্রাপ্য – এসব এখন আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয়৷ এমনকি কর্পোরেটদের দেখানো চুক্তিভিত্তিক কর্মী, পেশাদার ও শ্রমিক নিয়োগের পথে হাঁটছে ভারত যুক্তরাষ্ট্রের ইউনিয়ন সরকারের এবং বিভিন্ন রাজ্য সরকারের প্রতিষ্ঠানগুলোও৷ চুক্তিতে কর্মচারী নিয়োগ করে লুঠ করা হচ্ছে কর্মীজনতার পরিশ্রমকে৷ অন্যদিকে বিশ্বায়িত উদার লগ্নিপুঁজির দান যে অনলাইন বিপণন, পরিষেবা ও বিক্রয় ব্যবস্থা, তার মাধ্যমে কর্মসংস্থানের যে ‘গিগ’ ব্যবস্থা, তাতে যুবসম্প্রদায় আজ মেশিনে পরিণত হয়েছে সঠিক কর্মসংস্থানের সন্ধান না পেয়ে৷ সামগ্রিক এই নৈরাশ্যবাদী বিশ্বায়িত উদার অর্থনীতির জেরে অর্থনীতিতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে সেই ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়মিত প্রকাশ করছে বেরোজগারি৷ কর্মসংস্থানের দাবিতে আন্দোলন, শ্রমিক-কর্মচারী-গিগকর্মীদের অর্থনৈতিক দাবিদাওয়ার আন্দোলন এবং কর্মপ্রার্থী যুবসমাজের সঙ্গে প্রতারণা, তাদের ওপর জুলুম ও বে-ইনসাফির তথ্য-তালাশ-সংবাদ-প্রতিবেদন ও কলাম প্রকাশ করছে বেরোজগারি।

প্রকাশক – যুব স্বরাজ
সম্পাদক – পৌলমী ঘোষ

Email – berozgari@gmail.com