শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের এক বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, ২০১৮ সাল থেকে এই বিদ্যালয় সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠন শুরু হলেও এই মাধ্যমে স্থায়ী কোনও শিক্ষক নিয়োগ হয়নি। আর তার ফলে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। বঞ্চিত হচ্ছে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। আর তাই মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী।
সূত্র- টিভি ৯ বাংলা
সাঁওতালি মাধ্যমের স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন

মতামত দিন