ওপেন এ আই-এর চ্যাট জিপিটি আক্ষরিক অর্থেই প্রযুক্তি জগতে ঝড় তুলেছে। এক ট্যুইটার ব্যবহারকারী জিপিটি-৪ কে ২০টি কাজের নাম দিতে বলেছেন যেগুলি জিপিটি-৪ প্রতিস্থাপন করতে পারে। উত্তরে যে ২০ টি কাজের তালিকা এই এআই সংস্থা নির্বাচন করেছে। দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে। তার মধ্যে চ্যাট জিপিটি-৪ এর এই বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগের। যে যে পেশার চাকরি খেতে পারে চ্যাট জিপিটি-৪, তা হলো,
ডাটা এন্ট্রি ক্লার্ক, কাস্টমার সার্ভিস রিপ্রেসেনটেটিভ, প্রুফরিডার, প্যারালিগাল, বুককিপার, ট্রান্সলেটার, কপিরাইটার, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার, টেলিমার্কেটার, ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট, ট্রান্সকিপ্টার, রিপোর্টার, ট্রাভেল এজেন্ট, গৃহশিক্ষক, টেকনিক্যাল সাপোর্ট অ্যানালিস্ট, ইমেইল মার্কেটার, কনটেন্ট মডারেটর, রিক্রুটার।
সূত্র- আজতক বাংলা
কোন কোন পেশায় চাকরি খেতে পারে চ্যাট জিপিটি?

মতামত দিন