বিগত কয়েকদিন ধরেই টুইটারে ব্যাপক কর্মী ছাঁটাই চলছিল। ছাঁটাই হচ্ছিলেন মেটার কর্মীরাও। ইতিমধ্যেই অ্যামাজনে ১০ হাজার কর্মী চাকরি থেকে ছাঁটাই হয়েছেন। আবারও সেই পথেই হাঁটতে চলেছে অ্যামাজন। এমনটাই জানালেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি।
ভারতেও এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ভারতের কর্মক্ষেত্রের বাজার সঙ্কুচিত হয়ে আছে। এরমধ্যে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্ত দেশের তরুণ-তরুণীদের যে হতাশ করবে একথা বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর, অ্যামাজন তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকেও কর্মী ছাঁটাই করছে। একটি বিবৃতিতে অ্যামাজনের সিইও জানান, ২০২৩ সালে আরও কর্মী ছাঁটাই করা হবে। অ্যামাজন সূত্রে জানা গেছে, যাদের এই সংস্থা থেকে ছাঁটাই করা হচ্ছে তাদের দুমাসের মধ্যে চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।
সূত্র – এবিপি আনন্দ
আবারও কর্মী ছাঁটাই অ্যামাজনে

মতামত দিন