নতুন চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগে বিলম্ব করছে অ্যামাজন। ২০২৩-এর মে মাসে যে সব নতুন চাকরিপ্রার্থীদের সংস্থাটিতে যোগদানের কথা, তাঁদের নিয়োগ পিছিয়ে গিয়েছে বলে জানা গেছে। নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ পিছিয়ে ২০২৩ সালের শেষের দিকে হওয়ার সম্ভাবনার কথা একটি অভ্যন্তরীণ ইমেল মারফত অ্যামাজন কর্তৃপক্ষ নতুন চাকরিপ্রার্থীদের জানিয়েছে। এর মধ্যে বহু ভারতীয় চাকরিপ্রার্থীও আছেন।
প্রসঙ্গত, অ্যামাজন গত মাসে খরচ কমানোর জন্য প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বলেছে যে তাদের এই পদক্ষেপটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, ব্যক্তিগত নয়। এই ছাঁটাই ও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে তরুণ সম্প্রদায়ের মধ্যে আশঙ্কার জন্ম নিয়েছে। তাঁদের ভীতি যে অমূলক নয় তা একটি নতুন প্রতিবেদন থেকে জানা গিয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যামাজনের আরও ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অ্যামাজন আগামী মাসে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। যারে প্রভাব ভারতেও পড়বে।
সূত্র- ইন্ডিয়া টুডে
নিয়োগে বিলম্ব-সহ অ্যামাজনে কুড়ি হাজার কর্মী ছাঁটাই

মতামত দিন