আমাজনে বিভিন্ন পদ থেকে ভারতে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই হয়েছেন। NDTV-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এক সূত্র। মার্চে ডাউনসাইজিংয়ের এই এক দফার ছাঁটাই করা হয়। CEO অ্যান্ডি জ্যাসির বিস্তৃত ছাঁটাই পরিকল্পনার অংশ এটি। এর মাধ্যমে প্রায় ৯,০০০ কর্মী প্রভাবিত হবেন।
এই প্রক্রিয়ার বিষয়ে ওয়াকিবহাল মহল সূত্রে খবর, ওয়েব সার্ভিস, হিউম্যান রিসোর্স এবং সাপোর্ট বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সূত্রের দাবি, চাকরি হারানো বেশ কিছু কর্মী ভারত থেকে আমাজনের গ্লোবাল টিমের অংশ হিসাবে কাজ করতেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা
ভারতে ৫০০ কর্মীকে ছাঁটাই করল অ্যামাজন

মতামত দিন