ই-কমার্স কোম্পানি অ্যামাজন ভারতে ১০০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী মন্দার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এ বিষয়ে ই-কমার্স সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে, অ্যামাজন ইন্ডিয়ার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, অ্যামাজন ইন্ডিয়ায় ১ লক্ষ কর্মী রয়েছেন এবং এই সিদ্ধান্তটি তাদের ১ শতাংশ কর্মীদের প্রভাবিত করবে বলে সূত্রের খবর।
এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের যুবসমাজে। দেশে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে। এমনিতেই ভারতবর্ষে চাকরির বাজার ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। তার মধ্যে অ্যামাজনের এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত দেশের যুবসমাজকে আতঙ্কিত করেছে।
সূত্র – মিন্ট
ভারতে ১০০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

মতামত দিন