গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল অ্যামাজনে। প্রথম দফায় একধাক্কায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় ৯০০০- এর বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন সংস্থা। প্রথম দফায় মূলত কর্মী ছাঁটাই হয়েছিল রিটেল, ডিভাইস, রিক্রুটিং এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। এর পরের পর্যায়ে কর্মী ছাঁটাই করা হবে ads business, cloud computing, Twitch livestreaming এবং এইচআর টিম থেকে, এমনটাই জানা গিয়েছিল।
সম্প্রতি শোনা গিয়েছে, এই পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হএয়ছিল ইন্টারনাল মেমো-তে। মনে করা হচ্ছে এতে প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপরও।
অ্যামাজনে চলছে ছাঁটাই, বিজ্ঞাপন বিভাগ থেকে চাকরি খুইয়েছেন বেশ কিছু কর্মী

মতামত দিন