তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত। আবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটল অ্যামাজ়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।
সোমবার এই কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যামাজ়ন। গত জানুয়ারি মাসে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ওই সংস্থা। এর জেরে চাকরি হারান অ্যামাজ়নের বহু কর্মী। বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। বেকারত্বের বাজারে ফের বহু ভারতীয় চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্র- আনন্দবাজার অনলাইন
আবার ছাঁটাই অ্যামাজ়নে, চাকরি খোয়াতে চলেছেন ৯০০০-এর বেশি কর্মী

মতামত দিন