গত ২৬ ডিসেম্বর জম্মুতে সমাজকল্যাণ বিভাগের (আইসিডিএস) বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাঁদের সহযোগীরা জোরালো প্রতিবাদ বিক্ষোভ করেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন, জম্মু এবং কাশ্মীর প্রশাসনিক কাউন্সিলের নেওয়া সিদ্ধান্ত তাঁদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। স্বর্ণা চোধারি, নীলম শর্মা এবং রশু শর্মার নেতৃত্বে জম্মুর প্রেস ক্লাবের কাছে বিভিন্ন আইসিডিএস প্রকল্প এবং কেন্দ্রের শত শত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগীরা জড়ো হন এবং লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনিক কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন।
তাঁরা আরও অভিযোগ করেন যে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি সমাধান করা বা মজুরি বাড়ানোর পরিবর্তে, এলজি প্রশাসন এখন নতুন তথাকথিত মানব সম্পদ নীতি প্রস্তাব করে মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহযোগীদের শোষণের আরেকটি উপায় তৈরি করেছে। আন্দোলনকারীরা জানান যে তাঁরা এই নীতির তীব্র বিরোধিতা করছেন। তাঁদের সাফ কথা, প্রশাসনের উচিত এটি প্রত্যাহার করা। অন্যথায় তাঁরা আন্দোলন আরও তীব্র করবেন।
সূত্র- এক্সেলসিওর নিউজ
জম্মুতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

মতামত দিন