জম্মু ও কাশ্মীরের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের কয়েক হাজার মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী সেখানকার মানবসম্পদ নীতির বিরুদ্ধে মঙ্গলবার শ্রীনগরের প্রেস এনক্লেভে বিক্ষোভ করেন। প্রতিবাদী কর্মীরা জানিয়েছেন, মানবসম্পদ নীতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসর নেওয়ার বয়স ৬০ বছর করা হয়েছে, এর পাশাপাশি আরও কিছু ধারা রয়েছে যা কর্মীদের স্বার্থে নয়।
একজন অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, “আমাদের বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়স ষাট বছর, এই পদক্ষেপটি অযৌক্তিক এবং অযাচিত”। বিক্ষোভকারী অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন যেখানে নতুন দিল্লি এবং লাদাখে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়স ৬৫ বছর তখন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে অবসরের বয়স ৬০ বছর। এছাড়াও বছরের পর বছর চাকরি করার পর এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কর্মী বদলি করার অভিযোগ করেন তাঁরা। বিক্ষুব্ধরা জানান, দাবি মানা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
সূত্র- কাশ্মীর অবজার্ভার
জম্মু-কাশ্মীরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

মতামত দিন