অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিতর্ক থামার নাম নেই রাজ্যে। কখনও বিতর্ক দানা বাঁধে মিড ডে মিলে ভালো মানের খাবার না পরিবেশন করাকে ঘিরে, আবার এক সময় এই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাকে ঘিরে। আর সব কিছু ছাপিয়ে এবার প্রতিবাদে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাই। বকেয়া বেতন প্রদানের দাবিতে এবার CDPO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
মঙ্গলবার বাঁকুড়া-২ ব্লকের CDPO অফিস ঘিরে বিক্ষোভ দেখান ওই ব্লক এলাকার ৭ টি গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশী অঙ্গনওয়াড়ি কর্মী। এমনকি এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাঁরা উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের ‘ক্যামেরা বন্ধ’ করার হুমকি দেন। বিক্ষোভকারী অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, অন্যান্য ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পেলেও তারা এখনও পাননি।
সূত্র- এই সময়
বকেয়া রয়েছে বেতন, CDPO অফিস ঘেরাও করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

মতামত দিন