নিজস্ব সংবাদদাতা: অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের স্থায়ীকরণ, কর্মীদের ২১ হাজার টাকা ও সহায়িকাদের ১৮ হাজার টাকা মাসিক বেতন সহ ৭ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতিরউদ্যোগে গোঘাট ১ নম্বর সিডিপিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
অন্যান্য দাবিগুলি ছিল, যে সকল কেন্দ্রে কর্মী ও সহায়িকা নেই সেখানে অবিলম্বে তা নিয়োগ অবসর প্রাপকদের এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া ও পেনশন চালু করা, ইএসআই এবং পিএফ চালু করা, পরিমাণমতো পরিচ্ছন্ন খাবার প্রদান করা ইত্যাদি। এদিন অফিস প্রাঙ্গণে জমায়েত হয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেয় প্রতিনিধি দল।
পেনশনের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের

মতামত দিন