স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ খনন কার্য করানোর প্রতিবাদ জানিয়ে রবিবার খোয়াই লেম্বছড়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ সদর উত্তরাঞ্চলের লেম্বুছড়ার সিপাহি পাড়া এডিসি ভিলেজ এলাকায় শুরু হয়েছে ওএনজিসির উদ্যোগে খনন কার্য৷ এই খননের কাজে ওএনজিসি স্থানীয় শ্রমিকদের কাজে না নিয়ে অন্যত্র থেকে শ্রমিক নিয়ে এই কাজ করছে৷ এতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে৷তাদের দাবি এখানে কাজের জন্য স্থানীয় শ্রমিক নিয়োগ করতে হবে৷
এই দাবি তুলে রবিবার সকালে স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং ওএনজিসির লোকজনদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷তাদের একটাই দাবি এখানে চলা নির্মাণ কাজে স্থানীয়দের সুযোগ দিতে হবে৷ এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষ কথা দিয়েও কথা রাখেনি৷ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোন নির্মাণ কাজে স্থানীয় শ্রমিক নিয়োগ করা হবে৷ কিন্তু ওএনজি সি কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি৷
সূত্র- জাগরণ ত্রিপুরা
শ্রমিক বঞ্চনার প্রতিবাদে খোয়াইয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার

মতামত দিন