শুক্রবার অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এপিসিআরডিএ) অফিসে মজুরি না দেওয়ার প্রতিবাদে সাফাই কর্মীরা বিক্ষোভ দেখান। সংবাদ সংস্থা সূত্রে খবর, সাফাইকর্মীরা অদূর ভবিষ্যতে তাঁদের চাকরি হারানোর আশঙ্কা করছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে এপিসিআরডিএ’র আধিকারিকরা সাফাইকর্মীদের কাজের নিরাপত্তা এবং সময়মতো মজুরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু শুকনো আশ্বাসের কথায় আন্দোলনরত কর্মচারীদের শান্ত করা যায়নি। সাফাইকর্মীরা সাফ জানান, তাঁদের মজুরি সংক্রান্ত সমস্যা না মিটলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – দ্য সিয়াসত ডেইলি
অন্ধ্রপ্রদেশে বকেয়া মজুরি আদায়ের দাবিতে সাফাইকর্মীদের বিক্ষোভ

মতামত দিন