গুগল সংস্থা একটি ইমেলের মাধ্যমে তাদের বিদেশি কর্মীদের জানিয়েছে টেক জায়ান্টের নতুন ফাইলিং গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীরা চরম অচলাবস্থায় পড়তে চলেছেন। গুগলে এর এক কর্মী মেলটি পোস্ট করেন তাঁদের টিম ব্লাইন্ডে। গুগল জানিয়েছে তাদের নিয়োগকর্তাদের দেখাতে হবে যে যোগ্য মার্কিন কর্মীরা নির্দিষ্ট এই পদগুলিতে নেই। ফলে গুগলের কর্মীরা এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছেন। এছাড়াও গুগল জানিয়েছে তাদের বেশ কিছু কর্মচারীকে তারা ছাঁটাই করেছে।
সূত্র: দি ইকোনমিক টাইমস
গুগলে ছাঁটাই অব্যাহত

মতামত দিন