নিজস্ব সংবাদদাতা: মাসিক ভাতা মাত্র দু’হাজার। তা-ও পাঁচ-ছ’মাস পরপর জোটে। গত চার মাস ধরে সেই সামান্য ভাতাটুকুও পাচ্ছেন না যোগী-রাজ্যের আশা কর্মীরা। আদিত্যনাথের সরকার মৌখিক আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করিয়ে নিলেও বাস্তবে আশাকর্মীদের একটি দাবিও মানা হয়নি। সরকারের সুবিধার্থে গ্রামীণ জনস্বাস্থ্য কর্মসূচির ভূমিস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশাকর্মীরা। কিন্তু মেলেনি সরকারি কর্মীর স্বীকৃতিও।
সরকার স্বীকৃতি না দিক, অন্তত সময়মতো ভাতাটুকু দিক। নইলে না খেয়ে মরতে হবে, ক্ষোভ-হাতাশা মিশিয়ে এমনই বলছেন আশাকর্মী ও সঙ্গিনীরা। একইসঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, পৌরভোট মিটলেই ফের পথে নামবেন। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।
উত্তর প্রদেশে ৪ মাস ভাতা পাচ্ছেন না আশাকর্মীরা

মতামত দিন