রাহুল গান্ধি হরিয়ানার পানিপথে শুক্রবার মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ধনী ও দরিদ্র মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং ‘বিভাজন নীতি’ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। একবিংশ শতাব্দীতে হরিয়ানা বেকারত্বের ক্ষেত্রে শীর্ষে পৌঁছে রেকর্ড করেছে বলেও জানান তিনি। শুক্রবার ভারত জোড়ো যাত্রার শেষে একটি সমাবেশ থেকে রাহুল গান্ধি বেকারত্বের প্রশ্নে ইউনিয়ন সরকারকে তীব্র আক্রমণ করেন।
তিনি মুদ্রাস্ফীতি, নোটবন্দি, জিএসটি এবং অন্যান্য ‘জনবিরোধী’ নীতি নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। ঐ সমাবেশ থেকেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তাদের নীতি নিয়ে নিশানা করেন। মল্লিকার্জুন খাড়গে ছাড়াও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেন, “পানিপথে তিনটি যুদ্ধ হয়েছিল, কিন্তু এগুলো পানিপথের জন্য নয়, দিল্লি কে পাবে তা ঠিক করার জন্য। আজকের ভিড় নিজেই বলে দিচ্ছে যে দিল্লি কংগ্রেসের হতে যাচ্ছে”। এই সমাবেশে উপস্থিত ছিলেন হরিয়ানা কংগ্রেসের শক্তি সিং গোহিল, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, প্রাক্তন সভাপতি কুমারী সেলজা, কিরণ চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং প্রমুখ।
সূত্র- দ্য ট্রিবিউন
বেকারত্বের প্রশ্নে রাহুল গান্ধির তীব্র আক্রমণ মোদি সরকারকে

মতামত দিন