কম খরচে, কম সময়ে যাতায়াতের জন্য অনেকেই অটো, বাস এবং ট্রেনের পরিবর্তে অনলাইন অ্যাপের মাধ্যমে বাইক বুক করেন। রাস্তা বেরোলেই ‘ওলা’, ‘র্যাপিডো’ র মতো সংস্থার বাইক চলাচল করতে দেখা যায়। এর ফলে যাত্রীদের সুবিধে হলেও, লোকসান হচ্ছে অটোচালকদের। এমনই জানিয়েছেন তাঁরা। বেকারত্বের বাজারে মাথায় হাত। পকেটে টান পড়েছে দিন আনা দিন খাওয়া অটোচালকদের।
মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইন্দিরানগর মেট্রো স্টেশনের সামনের ঘটনা। র্যাপিডো সংস্থার এক বাইকচালককে দাঁড় করিয়ে হুমকি দিতে দেখা যায় এক অটোচালককে। ভেঙে ফেলা হয় বাইক চালকের ফোনও। অটোচালকের অভিযোগ, বিদেশ থেকে এসে বাইকচালকেরা রোজগার করেন। এঁদের জন্য অটোচালকদের ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
পেটের ভাত কাড়ছে র্যাপিডো, বচসায় অটোচালক

মতামত দিন