শুক্রবার রাজস্থানের লোহাওয়াতে একটি প্রতিবাদ দৌড় আয়োজন করেন বেহরোর নির্দল বিধায়ক বলজিৎ যাদব। এই দৌড়ের মাধ্যমে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
তাঁর দাবি, রাজস্থানে সরকারি চাকরিতে যুবসমাজের জন্য পদ সংরক্ষণ করতে হবে। বেকারত্ব কমিয়ে আনতে হবে।
বলজিৎ যাদব লোহাওয়াত শহরের নাদেশ্বর মহাদেব মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। যোধপুরের মনোহর চৌরাহায় মিছিল শেষ করেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজস্থানে বেকারত্ব বাড়ছে, সেই বিষয়ে সরকার এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
সূত্র – ফার্স্ট ইন্ডিয়া
বেকারত্বের বিরুদ্ধে নির্দল বিধায়কের বেনজির প্রতিবাদ

মতামত দিন