নিজস্ব সংবাদদাতা: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে গ্রাহকের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে কাজের চাপও। কিন্তু এই বিপুল কাজের চাপ সামাল দিতে যে সংখ্যক কর্মী থাকা দরকার তা ব্যাঙ্কের দপ্তরগুলিতে নেই। প্রয়োজনের তুলনায় অনেক কম কর্মীদের নিয়ে গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছেন ব্যাঙ্ক কর্মচারীরা। এই অবস্থায় অবিলম্বে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে দিল্লির যন্তরমন্তরের সামনে মঙ্গলবার দিনভর ধরনায় বসেন ব্যাঙ্ক কর্মচারীরা।
ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার (বিইএফআই) ডাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারীরা এই ধরনা কর্মসূচিতে যোগ দেন। এদিনের ধরনা বিক্ষোভ কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন সিআইটিইউ-র সর্বভারতীয় সভাপতি কে হেমলতা।
এছাড়াও এদিন ভাষণ দেন সিআইটিইউ-র সাধারণ সম্পাদক তপন সেন, কিষানসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণাণ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতর সম্পাদিকা মারিয়ম ধাওলে এবং সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
শূন্য পদে নিয়োগের দাবিতে দিল্লিতে ধরনায় ব্যাঙ্ক কর্মচারীরা

মতামত দিন