নিজস্ব সংবাদদাতা: ইউজিসির নিয়ম ভেঙে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে মাসিক সর্বোচ্চ ৪৮০০ টাকা বেতনে অস্থায়ী অধ্যাপক নিয়োগ করতে চলেছে। মঙ্গলবারই তার ইন্টারভিউ ছিল। জানা গেছে, ১০জন এই ইন্টারভিউতে হাজির হয়েছিলেন। সূত্রের খবর, এর মধ্যে ৭জনকে বাছাই করা হয়েছে, যার অর্থ বেতন আরও কমতে পারে।
ঘটনা হল, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অস্থায়ী অধ্যাপক নিয়োগের একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তাতে উল্লেখ করা ছিল চার জন অস্থায়ী অধ্যাপক নেওয়া হবে। এর মধ্যে আবার একজন ইলেকট্রনিক্স, দু’জন ন্যানো সায়েন্স ও একজন সাধারণ বিভাগের জন্য নিয়োগ হবে। এরজন্য প্রার্থীদের পিএইচডি অথবা নেট পাশ বাধ্যতামূলকভাবে থাকতে হবে। সপ্তাহে তাঁরা চারটি করে ক্লাস করবেন। ক্লাস পিছু ৩০০ টাকা করে তাঁরা পাবেন। চারজনকে না পাওয়া গেলে যাঁরা থাকবেন তাঁদের বাড়তি ক্লাস দেওয়া হবে।
৪ এপ্রিল এর জন্য ইন্টারভিউর দিন নির্ধারিত ছিল। এটি সম্পূর্ণ অস্থায়ী, স্থায়ীকরণ হবে না।
৪৮০০ টাকা বেতনে অধ্যাপক পদে ইন্টারভিউয়ে এলেন ১০ জন

মতামত দিন