মোদি জমানায় দেশে বেড়েছে বেকারত্ব, আক্রমণ রাহুল গান্ধির

রবিবার ভারত জোড়ো যাত্রা চলাকালীন তেলেঙ্গানার মেদক জেলার পেদ্দাপুর গ্রামে রাহুল গান্ধি বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছেন। এদিন তিনি বলেন, দেশে বেকারত্ব ২০১৪ সালের থেকে বর্তমানে অনেক বেশি। দেশের সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ এছাড়াও ভারতীয় রেল এবং ভেলের মতো লাভজনক সংস্থাগুলিকে এই জনবিরোধী সরকার বেসরকারিকরণ করছে।
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে। এদিন পদযাত্রাটি তেলেঙ্গানার মেদক জেলার পেদ্দাপুর গ্রামে পৌঁছায়। এখনও অবধি বিপুল মানুষের ভালোবাসা পেয়েছে এই পদযাত্রা। এদিন সভায় তেলেঙ্গানা সরকারকেও আক্রমণ করেন রাহুল গান্ধি। তিনি বক্তব্য রাখার সময় মঞ্চে কৃষক নাগি রেড্ডিকেও ডেকে নেন। তাঁকে কৃষকদের বর্তমান অবস্থা বর্ণনা করার জন্য অনুরোধ করেন রাহুল গান্ধি।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রা ৩৫০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কাশ্মীরে শেষ হওয়ার কথা।
সূত্র- ওয়ান ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল রাজপথে

রবিবার এসএসসি, প্রাইমারি, মাদ্রাসা সার্ভিস কমিশন-সহ সব স্তরের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে রাজপথে পা মেলালেন। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা সরকারকে নিশ্চিত করতে হবে। শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী মঞ্চের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিলটি হয়।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরোধিতায় চাকরিপ্রার্থীদের এই অবস্থান বিক্ষোভ ৬০০ দিনে পড়েছে। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। উপরন্তু, সম্প্রতি করুণাময়ী থেকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় বর্তমান শাসক দল। এ নিয়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। সম্প্রতি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য ঘিরেও নিন্দার ঝড় ওঠে। তিনি বলেছিলেন, আন্দোলন করলেই সবাই চাকরি পাবে এটি ভুল ধারনা। এ বিষয়ে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া, প্যানেলে তাঁদের নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয় নি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
দান খয়রাতের রাজনীতি গরিবদের স্বার্থবাহী নয়, বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের আগে দান খয়রাতির রাজনীতি আদতে গরিবের স্বার্থবাহী নয় বলে মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শনিবার নতুন দিল্লিতে ‘ভালো অর্থনীতি, খারাপ অর্থনীতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি এদিন উন্নয়নমূলক অর্থনীতি, অর্থনীতির ব্যবহারিক মডেল, জীবনযাত্রার সংকট, সামাজিক সুরক্ষা, মূল্যের বণ্টনমূলক প্রভাব-সহ বেশ কয়েকটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ভারতীয় অর্থনীতি এবং বর্তমান সামাজিক সমস্যাগুলি সম্পর্কে তাঁর গভীর পর্যবেক্ষণের কথা ব্যক্ত করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ভারতের মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলির দান খয়রাতির মতো প্রবণতা এবং গরিবদের ওপর এর প্রভাব ইত্যাদি বিষয়ে নানা কথা বলেন।
সূত্র- দ্য সিয়াসাত ডেইলি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
টুইটারে ভারতীয় কর্মীদের গণহারে ছাঁটাই, খরচ সংকোচনে এই প্রক্রিয়া চলবে বলে জানালেন ইলন মাস্ক

টুইটার কর্ণধার ইলন মাস্ক সম্প্রতি কর্মী সংকোচনের কথা ঘোষণা করেছিলেন। মূলত খরচ কমাতেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছিল। এরই জেরে ভারতে ট্যুইটার বিপনন ও জ্ঞাপন (কমিউকিকেশন) বিভাগের কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্যুইটার ইন্ডিয়ার এক কর্মীর কথায়, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কর্মীরা অনেকেই এই ছাঁটাই সম্পর্কিত ইমেল পেয়েছেন। সূত্রের খবর, শুক্রবার থেকে খরচ কমানোর অজুহাতে মাস্ক প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৩৭০০ কর্মী তাঁদের কাজ হারাবেন। অবশিষ্ট কর্মীদের তিনি অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র- ফার্স্ট পোস্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ভারতীয় সংস্থাগুলি সাম্প্রতিক সময়ে প্রচুর গিগকর্মী নিয়োগ করছে

চলতি বছরে ভারতীয় সংস্থাগুলি সাম্প্রতিক সময়ে প্রায় ৬৫ শতাংশ গিগ কর্মী নিয়োগ করছে। ২০২০ আর্থিক বছরে এই গিগ কর্মী নিয়োগের হার ছিল শতকরা ৫৭ শতাংশ। ন্যাসকমের সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
ন্যাসকমের সভাপতি দেবযানী ঘোষ বলেন যে, ” ভবিষ্যত কর্মচারীদের প্রকৃতপক্ষে একটি মিশ্র মডেলে পরিচালিত হবে যেখানে গিগ অর্থনীতি কর্মসংস্থান সৃষ্টিকে এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে”। যদিও দেবযানীর এই বক্তব্য নেহাতই নয়া উদার অর্থনীতির দৃষ্টিকোণ থেকে পেশ করা বলেই মনে করছে ওয়াকাবিহলা মহল, এই ধরনের বক্তব্য দেশের স্থায়ী কর্মসংস্থানের পরিপন্থী বলেও মনে করছেন একাংশের অর্থনীতিবিদ।
সূত্র- বিসনেস স্ট্যান্ডার্ড
বিশদে পড়তে এখানে ক্লিক করুন