ফার্মইজি আরও কর্মী ছাঁটাই করছে

ভারতীয় সংস্থা ফার্মইজি ফার্মেসি সংস্থা খরচ বাঁচাতে এবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ-সহ সংস্থার পুনর্গঠনের লক্ষ্যে এই ছাঁটাই প্রক্রিয়া বলে জানা গেছে। মূলত সংস্থাটি উচ্চপদে আসীন কর্মীদের ছাঁটাই করছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, বেকারত্বের ফলে ভারতের শিক্ষিত যুব সম্প্রদায়ের অবস্থা খুবই হতাশাগ্রস্থ। তার মধ্যে দেশীয় সংস্থা ফার্মইজির এই ছাঁটাই প্রক্রিয়া শিক্ষিত বেকার যুবক-যুবতীকে আরও বিপাকে ফেলবে এ কথা বলাই বাহুল্য।
সূত্র- দ্য ইকোনমিক টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নারীদের কর্মসংস্থানের পক্ষে সওয়াল প্রিয়াঙ্কা গান্ধির

নারীদের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত দেশের প্রগতি। নারীরা এগোলে তবেই এগোবে দেশ। সোমবার রাজস্থানের মাটি থেকে এমনটাই স্মরণ করালেন প্রিয়াঙ্কা গান্ধি। তাঁর বক্তব্য, দেশের অর্থনীতিতে নারীদের অবদান যত বাড়বে, নারীদের কর্মসংস্থান যত বৃদ্ধি পাবে ততই সুনিশ্চিত হবে দেশের অগ্রগতি। রাজস্থানের হাদোতি এলাকার বুন্দিতে ভারত জোড়ো যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধি এই কথা বলেন। ভারত জোড়ো যাত্রায় তিনি রাহুল গান্ধির সঙ্গে পা মেলান।
উল্লেখ্য, জানুয়ারি ২০২২-এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে মহিলাদের বেকারত্বের হার ৪.১ শতাংশ। লিঙ্গ-বৈষম্যের ফলে একজন পুরুষ কর্মীর চেয়ে একজন মহিলা কর্মীর বেতনে ফারাক আছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের মহিলাদের প্রতি উদাসীনতা ও শাসক দল বিজেপির নারীবিদ্বেষী মনোভাবের কথা মাথায় রেখে প্রিয়াঙ্কা গান্ধি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর ক্ষমতায়নে জোর দেন। এদিনের পদযাত্রায় প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে তাঁর স্বামী রবার্ট ভদ্র এবং কন্যা মিরায়া যোগ দেন। এদিকে উল্লেখ্য, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রায় উচ্ছ্বাস-উদ্দীপ্পনা চোখে পড়ার মতো। কারণ, সম্প্রতি হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়।
সূত্র – দ্য প্রিন্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
গুগলে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত, ইঙ্গিত দিলেন সুন্দর পিচাই

গুগলে এবার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা উসকে দিলেন সংস্থার সিইও সুন্দর পিচাই। উল্লেখ্য, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সাম্প্রতিক সময়ে বিশ্বের বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে শুরু করে অনলাইন বিপণন সংস্থাগুলো ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। এর আগেও গত সেপ্টেম্বরে কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে সুন্দর পিচাই ইঙ্গিত দিয়েছিলেন।
সম্প্রতি একটি মিটিং-এ গুগলের সিইওকে ছাঁটাইয়ের ব্যাপারে কর্মীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, “ভবিষ্যতে কী হবে তা অনুমান করা এখনই কঠিন”। তিনি আরও বলেন, “ভবিষ্যতে কর্মী ছাঁটাই হবে কি হবে না, এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করা বা দূরদৃষ্টির ভিত্তিতে আগাম কোনো প্রতিশ্রুতি দিতে আমি অপারগ।” তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আর এই কারণেই গুগলের ভারতীয় কর্মীরাও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। যদিও সুন্দর পিচাই কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করছে।
সূত্র – লাইভ মিন্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
লোকসভায় বেকারত্ব, মুদ্রাস্ফীতি-সহ একাধিক ইস্যুতে বিরোধীরা একযোগে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াল

লোকসভার শীতকালীন অধিবেশনে সোমবার বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে বেকারত্ব, মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াল। মোদি সরকার ২০১৪-তে ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি যুবকের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এতদিনে কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
উল্লেখ্য, ভারতে মোদি সরকারের শাসনকালে ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। বেকার তরুণ-তরুণীরা চাকরির সম্ভাবনা না দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। এ বিষয়ে লোকসভায় বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, “বৃহৎ বহুজাতিক তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির কর্মী সংকোচনের ফলে ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থায় এর প্রভাব পড়বে। সরকারের উচিত উদাসীন না থেকে অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া”।
সৌগত রায় ছাড়াও কংগ্রেসের সদস্য কে সুরেশ বলেন, “বিশেষ করে গ্রামীণ এলাকায় বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বেশি। শহরে কোনো চাকরি নেই”। তিনি আরও বলেন, “আমরা খুবই চিন্তিত। কেন্দ্রীয় সরকার এই সমস্যাগুলি মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে”।
সূত্র- দ্য প্রিন্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন