অর্থনৈতিক মন্দায় আগামী ২০২৩ আরও কঠিন হতে চলেছে

বিশ্বব্যাপী মন্দার কারণে সমগ্র বিশ্ব-সহ ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। বিশ্ব মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার এবং কোভিডের দীর্ঘস্থায়ী প্রভাব – এগুলিও সমান দায়ী। কোভিডকালীন এবং কোভিডের পরে চাকরির বাজার সঙ্কুচিত হয়ে পড়ায় বেকার যুবক-যুবতীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। কর্মসংস্থান তো দূর, মানুষ প্রতিদিন চাকরি হারাচ্ছেন।
এ কথাই শোনা গেল ইন্টারন্যাশন্যাল মনিটারি ফান্ড-এর সহ-পরিচালন অধিকর্তা গীতা গোপীনাথের মুখে। জুলাইয়ের শুরুতে, ব্লুমবার্গের অর্থনীতিবিদদের সমীক্ষায় উল্লেখ করা হয়েছিল যে আগামী বছর মন্দার মধ্যে ভারতের পড়ার সম্ভাবনা নেই। এমনকি গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আশাবাদী মন্তব্য করেছিলেন যে “ভারতে মন্দার ঝুঁকি কম”। যদিও এই বক্তব্য মানতে রাজি হননি ইন্টারন্যাশন্যাল মনিটারি ফান্ড-এর সহ-পরিচালন অধিকর্তা গীতা গোপীনাথ। তাঁর বক্তব্য, ২০২২ এর তুলনায় ২০২৩ আরোও কঠিন হতে চলেছে। ভারতের বেকার যুবক-যুবতীর সামনে কোনো আশার আলো তিনি দেখতে পাচ্ছেন না।
সূত্র – ইন্ডিয়া টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
প্রযুক্তি সংস্থা সিসকোয় চার হাজার ছাঁটাই

সিসকো প্রযুক্তি সংস্থা এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যেই তারা ৪ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ট্যুইটার, অ্যামাজন ও মেটা ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে সিসকো প্রযুক্তি সংস্থা। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি সংস্থাটি তার মোট কর্মশক্তির ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। উল্লেখ্য, সিসকো সংস্থাটিতে ৮৩৩০০ জন কর্মী বর্তমানে কাজে নিযুক্ত রয়েছেন। বহু ভারতীয় এখানে কর্মরত। ছাঁটাই প্রক্রিয়ায় ভারতের অনেকে কাজ হারাবেন।
একজন ছাঁটাই হওয়া কর্মচারী পোস্ট করে লেখেন তাঁর দল থেকে ৪৫ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে ৪৫০ জন কর্মী প্রভাবিত হয়েছেন বলেও লেখেন তিনি। সিসকো সংস্থার অন্য একজন কর্মচারীর কথায় বেশিরভাগ ব্যবসায়িক ইউনিট জুড়ে এই ছাঁটাইগুলি হয়েছে। সিসকো তথ্যপ্রযুক্তি সংস্থাটি খরচ কমানোর জন্য কর্মী সংকোচন বলে একটি বিবৃতিতে দাবি করেছে।
সূত্র – বিজনেস টুডে
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নিয়োগে বিলম্ব-সহ অ্যামাজনে কুড়ি হাজার কর্মী ছাঁটাই

নতুন চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগে বিলম্ব করছে অ্যামাজন। ২০২৩-এর মে মাসে যে সব নতুন চাকরিপ্রার্থীদের সংস্থাটিতে যোগদানের কথা, তাঁদের নিয়োগ পিছিয়ে গিয়েছে বলে জানা গেছে। নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ পিছিয়ে ২০২৩ সালের শেষের দিকে হওয়ার সম্ভাবনার কথা একটি অভ্যন্তরীণ ইমেল মারফত অ্যামাজন কর্তৃপক্ষ নতুন চাকরিপ্রার্থীদের জানিয়েছে। এর মধ্যে বহু ভারতীয় চাকরিপ্রার্থীও আছেন।
প্রসঙ্গত, অ্যামাজন গত মাসে খরচ কমানোর জন্য প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বলেছে যে তাদের এই পদক্ষেপটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, ব্যক্তিগত নয়। এই ছাঁটাই ও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে তরুণ সম্প্রদায়ের মধ্যে আশঙ্কার জন্ম নিয়েছে। তাঁদের ভীতি যে অমূলক নয় তা একটি নতুন প্রতিবেদন থেকে জানা গিয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যামাজনের আরও ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অ্যামাজন আগামী মাসে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। যারে প্রভাব ভারতেও পড়বে।
সূত্র- ইন্ডিয়া টুডে
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নির্বাচন চেয়ে পথে নামলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

অনশনের পর কেটে গিয়েছে ১২০ ঘণ্টা। তবু মেলেনি রফাসূত্র। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে। এই ঘটনায় মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করলেন মেডিক্যাল কলেজের ছাত্ররা। তাঁদের এই মিছিলে সংহতি জানিয়ে কলকাতা, যাদবপুর, আলিয়া এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় হাঁটেন। এছাড়াও গণ-আন্দোলন কর্মী এবং মানবাধিকার সংগঠনের কর্মীরা এই মিছিলে যোগ দেন।
মঙ্গলবার মিছিল শুরুর প্রথমে ২২ ডিসেম্বর নির্বাচন চেয়ে স্লোগান দেওয়া হলেও রাজপথে তা বদলে গিয়ে শাসকবিরোধী হয়ে ওঠে। ‘হোক কলরব’, ‘হাল্লা বোল’-এর পাশাপাশি তৃণমূল যেন কলকাতা মেডিক্যাল কলেজে ঢুকতে না পারে, সেই মর্মেও স্লোগান দেওয়া হয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই মিছিলে ছাত্র-ছাত্রীরা প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করেন।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন