মোদি সরকার বেকারত্ব নিয়ে প্রশ্নোত্তর এড়াচ্ছে, বললেন মল্লিকার্জুন খাড়গে

বেকারত্ব নিয়ে সংসদে মোদি সরকারের প্রশ্নোত্তর পর্ব এড়ানোর কৌশলকে আসলে ব্যর্থতা বলে অভিহিত করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে দলীয় মিটিং থেকে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। কংগ্রেস সভাপতি আরও বলেন, “ভারত জোড়ো যাত্রার সাফল্যে বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে। তাই তারা এই পদযাত্রাকে বন্ধ করে দিতে চায়”।
উল্লেখ্য, বিরোধীরা সংসদের শীতকালীন অধিবেশনে ১৬টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার তাতে রাজি হচ্ছে না। কংগ্রেস সভাপতি বলেন, “এর থেকেই বোঝা যায় মোদি সরকার দেশ চালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে”। তাঁর কথায়, সুদিন না আসা পর্যন্ত কংগ্রেস তাদের লড়াই থামাবে না।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ওড়িশায় হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ

আসন্ন হকি বিশ্বকাপকে সামনে রেখে ক্রমাগত হকার উচ্ছেদ করে চলেছে ওড়িশা সরকার। উন্নয়নের নামে চলা এই হকার উচ্ছেদের বিরুদ্ধে একজোট হয়েছেন ফুটপাথের বিক্রেতারা। উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার সেরাজ্যের রাজধানীতে হাজার হাজার হকার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নর্থ জোন অফিস ঘেরাও করেন।
হকি বিশ্বকাপের জন্য নগরীর সৌন্দর্যায়নের কাজ চলছে। হকারদের অভিযোগ, কোনো পরিকল্পনা ও পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। বিক্ষোভস্থল থেকে এক আন্দোলনকারী বলেন, “আমি পটিয়ায় ডিম বিক্রি করতাম। কিছুদিন আগে এনফোর্সমেন্ট স্কোয়াড কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই আমার কিয়স্কটি গুঁড়িয়ে দিয়েছে। আমার চারজনের সংসার আছে। আমি এখন কী করব?” তাঁর মতো একই জিজ্ঞাসা আরও হাজার হাজার হকারের। কিন্তু সরকার এখনও পর্যন্ত হকারদের কোনো ক্ষতিপূরণ অথবা পুনর্বাসনের ব্যবস্থা করেনি।
উল্লেখ্য, ৩০ হাজারেরও বেশি দরিদ্র মানুষ ভুবনেশ্বর শহরের রাস্তায় রাস্তায় নানা সামগ্রী বিক্রি করে তাঁদের জীবিকা নির্বাহ করেন। হকারদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আন্দোলনকারীদের নাম অযোগ্যের তালিকায়, প্রশ্নের মুখে এসএসসি

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই আরেক দুর্নীতির খোঁজ মিলল। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম পাওয়া গেল অযোগ্যের তালিকায়। এখন প্রশ্ন হল, যাঁরা চাকরিই পাননি, তাঁরাই নাকি অযোগ্য? সুমনা ভাণ্ডারী, ইলিয়াস বিশ্বাস থেকে আবু নাসের ঘরামি – এঁরা সকলেই চাকরির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কলকাতার রাজপথে। অথচ, এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম উঠে এল এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায়।
বিতর্কিত তালিকায় নাম থাকায় এদিন স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানাতে যান আন্দোলনরত চাকরিপ্রার্থী সুমনা ভাণ্ডারী। তিনি বলেন, “আমি এটায় অপমানিত হচ্ছি। চাকরি তো দিতেই পারল না। উল্টে অযোগ্যদের তালিকায় নাম।” এখানেই শেষ নয়, গান্ধি মূর্তির পাদদেশে বছরের পর বছর ধরে চলা আন্দোলনের পরিচিত মুখ ইলিয়াস বিশ্বাস এবং আবু নাসের ঘরামি। দু-জনেই নবম-দশমের ইতিহাস শিক্ষক পদে চাকরিপ্রার্থী। নাম রয়েছে ওয়েটিং লিস্টে। অথচ তাঁদেরই নাম চলে এসেছে এসএসসির অযোগ্যদের তালিকাতেও।
সূত্র – এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি রেকর্ড ছুঁয়েছে: অখিলেশ যাদব

বর্তমান সময়ে যোগীরাজ্য-সহ সারা ভারতে মুদ্রাস্ফীতি, দুর্নীতি ও বেকারত্ব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকার বিনিয়োগের নামে মিথ্যা কথা বলছে। শুক্রবার উত্তরপ্রদেশের ইটাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
তিনি প্রশ্ন তোলেন, রাজ্য তথা দেশের সরকারের শিল্পনীতি কী? তারা প্রতিনিয়ত মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। সমাজবাদী পার্টি জনগণকে এই মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন করবে এবং প্রয়োজনে বিক্ষোভ প্রদর্শন করবে। তিনি জানান খুব শীঘ্রই সমাজবাদী পার্টি দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
রোজকার মজুরি বন্ধের প্রতিবাদে কাশ্মীরি পণ্ডিতদের বিক্ষোভ

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ‘নো ওয়ার্ক নো পে’র মন্তব্য করার একদিন পরে বৃহস্পতিবার পরিযায়ী কাশ্মীরি পণ্ডিত কর্মচারীরা এই কথার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা শুরু করেছেন।
সারা দেশের মতো কাশ্মীরেও বেকারত্বের সমস্যা ভয়াবহ। তার মধ্যে কর্মক্ষেত্রে ‘নো ওয়ার্ক নো পে’র মতো ঘোষণা পরিযায়ী কাশ্মীরি পণ্ডিত কর্মচারীদের মধ্যে এক আতঙ্কের সূচনা করেছে। যদিও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার এই মন্তব্যের পর ইউনিয়ন সরকার এখনও নীরব। পরিযায়ী কাশ্মীরি পণ্ডিত কর্মচারীরা জানিয়েছেন যদি এই সুপারিশ মেনে নেওয়া হয় তবে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – জি নিউজ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন