হরিয়ানায় বেকারত্ব ইস্যুতে সুর চড়াচ্ছেন বিরোধীরা

সোমবার থেকে শুরু হওয়া হরিয়ানা বিধানসভার শীতকালীন অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিরোধীরা হরিয়ানার আইন-শৃঙ্খলা এবং বেকারত্ব ইস্যুতে সুর চড়াবেন বলে সূত্রের খবর।
হরিয়ানার বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা জানান সেরাজ্যে এখন ১.৮২ লাখ সরকারি পদ শূন্য পড়ে আছে। কিন্তু বিজেপি শাসিত সরকারের সেই বিষয়ে কোনও ভ্রূক্ষেপ নেই। এই অবস্থায় হরিয়ানার বেকার যুবক-যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।
হরিয়ানা সরকারের এই উদাসীনতার বিরুদ্ধেই বিধানসভায় সুর চড়াবেন বিরোধীরা। বেকারত্বের সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে হরিয়ানায়। সেই ইস্যুতেও বিধানসভা সরগরম হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র – নিউজ ১৮
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
দৃষ্টিহীন পড়ুয়ারা বেকারত্ব রোখার দাবি নিয়ে যোগ দিলেন ভারত জোড়ো যাত্রায়

দক্ষিণ দিল্লির লাজপত নগরে শনিবার একদল দৃষ্টিহীন পড়ুয়া ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। ১৮-২০ জনেরও বেশি দৃষ্টিহীন পড়ুয়া এই পদযাত্রাকে সংহতি জানান। সারানশ নামে এক দৃষ্টিহীন পড়ুয়ার বক্তব্য, “আমরা দেশে ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় অংশ নিয়েছি। বেশ কিছু দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছেন যাঁরা শিক্ষায় পারদর্শী হলেও বছরের পর বছর কর্মহীন হয়ে আছেন”।
তিনি আরও বলেন যে দেশে চাকরির অভাবে শিক্ষিত বেকাররা ঘুরে বেড়াচ্ছেন। অনেক দৃষ্টিহীন পড়ুয়া রয়েছেন যারা পড়াশোনায় পারদর্শী। তাঁদের যথেষ্ঠ ডিগ্রি আছে। ডিগ্রির প্রয়োজনীয়তা নিয়েও দৃষ্টিহীন পড়ুয়ারা প্রশ্ন তোলেন। আরেক দৃষ্টিশক্তিহীন ছাত্র ব্রিজেশ কুমার বলেন, “আমাদের স্কুলের ১৮-২০ জনেরও বেশি পড়ুয়া ভারত জোড়ো যাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছে। আমরা এখানে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছি। আমরা এই সমস্যার কারণে প্রতিদিন আমাদের পরিবারকে কষ্ট পেতে দেখি”।
সূত্র- দ্য হান্স ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বিহারে এমএনআরইজিএ কাজের দাবিতে মহিলাদের বিক্ষোভ

বিহারের মুজফফরপুরে কালেক্টরেট অফিসের সামনে মহিলাদের বিক্ষোভ রবিবার ৫ দিনে পড়ল। জানা গিয়েছে, এমএনআরইজিএ কাজের দাবিতে এই বিক্ষোভ। শয়ে শয়ে মহিলা বিহার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এছাড়া তাঁরা জব কার্ডের দাবিতেও আওয়াজ তোলেন। বিহার রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যানার নিয়ে তাঁরা প্রতিবাদ জানান। তাঁরা বলেন দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জম্মু-কাশ্মীরে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন ন্যাশন্যাল কনফারেন্স নেতা

রবিবার ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি নাসির আসলাম ওয়ানি বলেন যে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের জনগণের প্রতি তাদের দায়িত্ব ভুলে গেছে। কুপওয়াড়া নির্বাচনী এলাকায় ধারাবাহিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বিজেপি জম্মু-কাশ্মীর শাসনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ন্যাশনাল কনফারেন্স জম্মু-কাশ্মীরের ক্ষমতায় আসলে দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে সচেষ্ট হবে বলে জানান নাসির। “তরুণ শিক্ষিত এবং মেধাবী চাকরিপ্রার্থীদের অসহায়তার অবসান আমাদের অ্যাজেন্ডায় শীর্ষে থাকবে। আমরা রাজ্যে কর্মসংস্থান বাড়াতে কঠোর পদক্ষেপ নেব”, বলেন তিনি।
সূত্র – গ্রেটার কাশ্মীর
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আসামে বঙাইগাঁও তেল শোধনাগারে বিক্ষোভ

রবিবার দ্য গ্রেটার ঢালিগাঁও নিভানুয়া সংঘ আসামের গুয়াহাটিতে বঙাইগাঁও তেল শোধনাগারে আদিবাসীদের ১০০ শতাংশ কর্মসংস্থানের দাবিতে তিন ঘণ্টার বিক্ষোভ প্রদর্শন করে। তারা বঙাইগাঁও শোধনাগারের প্রধান ফটকে কর্মসংস্থানের দাবি এবং বোঙাইগাঁও-এর জনগণের বঞ্চনার বিরুদ্ধে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে।
ঢালিগাঁও অঞ্চলের বুদ্ধিজীবী, যুবসমাজ এবং অন্যান্য বহু লোকজন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকার দীর্ঘদিনের দাবি যে ঐ শোধনাগারে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই দাবিপূরণের লক্ষ্যেই রবিবারের বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীরা জানিয়েছেন দাবিপূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সূত্র – দ্য আসাম ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বড়দিনেও শিক্ষক পদপ্রার্থীদের মুখ ম্লান, এখনও ধর্নায় আন্দোলনকারীরা

বড়দিনেও রাস্তায় পশ্চিমবঙ্গের শিক্ষকপদের চাকরিপ্রার্থীরা। পরিবার থেকে দূরে এই বড়দিন উৎসবে তাঁদের মুখ ম্লান। শিক্ষকপদে নিয়োগপত্রই হল তাঁদের একমাত্র দাবি। তাঁদের বক্তব্য, সরকার কথা দিয়েছিল যে যোগ্যদের নিয়োগ করা হবে। কিন্তু এখন সেই নিয়োগ প্রক্রিয়াই বিশ বাঁও জলে। শুধু শিক্ষক পদে নয়, অশিক্ষক কর্মচারী গ্রুপ-সি এবং গ্রুপ- ডি র চাকরিপ্রার্থীদেরও একই দশা। তাঁদেরও বড়দিন কাটল রাস্তায় প্রতিবাদে-বিক্ষোভে।
সূত্র – এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন