বেকারত্ব থেকে নজর ঘোরাতে ধর্মীয় বিভাজনকে হাতিয়ার কেন্দ্রের: রাহুল গান্ধি

শনিবার দিল্লিতে রাহুল গান্ধি অভিযোগ করেন, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি থেকে নজর ঘোরাতেই বিজেপি সরকার ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করেছে। শনিবার দিল্লিতে লালকেল্লার সামনে ভারত জোড়ো যাত্রার সেদিনের মতো সফরের শেষে রাহুল গান্ধি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কেন্দ্রে মোদি সরকারের বদলে আম্বানি-আদানি সরকার রয়েছে। দেশের সম্পদ কিছু নির্দিষ্ট পুঁজিপতির দখলে রয়েছে।
মোদি সরকারের আমলে ধর্মীয় বিভাজন তীব্র হয়ে দেখা দিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা এদেশে বারবার আক্রান্ত হচ্ছেন। অথচ দেশের ভঙ্গুর অর্থনীতি এবং বেকারত্বের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার নীরব। দেশের মূল সমস্যাগুলো থেকে চোখ ঘোরাতেই বিজেপির এই ধর্মীয় বিভাজন, একথা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। উল্লেখ্য, শনিবার দিল্লিতে ভারত জোড়ো যাত্রা উপলক্ষ্যে সভায় রাহুল গান্ধি-সহ বিশিষ্ট অভিনেতা কমল হাসান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখেন।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
দমকলে নিয়োগে দুর্নীতি, প্যানেল বাতিল করল হাইকোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য যখন তোলপাড়, তখন দমকল বিভাগে দুর্নীতি প্রকাশ্যে এল। তাই আশঙ্কায় চাকরিপ্রার্থীরা। হাইকোর্ট ইতিমধ্যেই প্যানেল বাতিল করেছে। এছাড়াও নতুন করে নিয়োগের জন্য গাইড লাইন তৈরি করল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, সেই গাইড লাইন মেনে পিএসসিকে নিয়োগ শুরু করতে হবে।
সাম্প্রতিক কালে আমরা দেখছি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার বিপাকে পড়েছে। এর মধ্যেই দমকল বিভাগে নিয়োগ দুর্নীতি এই সরকারকে যে আরও অস্বস্তির মধ্যে ঠেলে দেবে এ কথা বলাই বাহুল্য।
সূত্র – এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে মজুরি বকেয়া

সোমবার এনআরইজিএ সংঘর্ষ মোর্চা গোটা পশ্চিমবঙ্গে জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, মহাত্মা গান্ধি ন্যাশন্যাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে ৭৫০০ কোটি টাকা বকেয়া আছে। তার ফলে রাজ্যের এমজিএনআরইজিএ-তে কর্মরত কর্মচারীরা ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে মজুরি পাচ্ছেন না। সংগঠনের তরফ থেকে জানানো হয়, এর ফলে কর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
এনআরইজিএ সংঘর্ষ মোর্চা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বর্তমানে মজুরি বন্ধ করা অযৌক্তিক। সততার সঙ্গে কাজ করা শ্রমিকরা এর ফলে প্রতারিত হচ্ছেন। এটি দরিদ্র শ্রমিকদেরও অনাহারের দিকে ঠেলে দিচ্ছে”। ইউনিয়ন সরকারের গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সম্প্রতি রাজ্যসভায় বলেন যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় টিম দ্বারা উত্থাপিত প্রশ্নের বিশদ উত্তর পাঠাতে ব্যর্থ হওয়ার জন্য তহবিলগুলি ফ্রিজ করা হয়। যদিও রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয় যে সমস্ত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচনের আগে বকেয়া অর্থ দিতে অনিচ্ছুক।
কেন্দ্র-রাজ্য সংঘাত বিষয়ে মোর্চা বলেছে, “এই রাজনৈতিক টানাপোড়েনে শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী”।
সূত্র – নিউজ ক্লিক
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ভারতের বর্তমান অর্থনীতির সমালোচনা করলেন রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি কমিটির সদস্য

অবশেষে ভারতের বর্তমান অর্থনীতির সমালোচনা করতে বাধ্য হলেন রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি কমিটির সদস্য জয়ন্ত আর ভার্মা। ভারতের অর্থনীতির এই বেহাল দশার ফলেই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, অত্যধিক আর্থিক কড়াকড়ি অর্থনীতির বৃদ্ধিকে নিচের দিকে নিয়ে যেতে পারে যা কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতাকে পঙ্গু করতে পারে।
অতিমারীর সময় লকডাউনের ফলে দু’বছর ভারতীয় অর্থনীতির বৃদ্ধি নিম্নগামী ছিল। এ বিষয়ে তিনি বলেন, “আমি যা নিয়ে উদ্বিগ্ন তা হ’ল দুটি বছর হারানোর পরে সাব-পার বৃদ্ধি”। উল্লেখ্য, জয়ন্ত আর ভার্মা একটি ইমেল সাক্ষাৎকারে এই কথা বলেন।
সূত্র – দ্য ইকোনোমিক টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন